রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেরদৌসকে গ্রেফতারের দাবি বিজেপির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। দুই বাংলায় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পর্দায় আসেন।সিনেমাটির ম্যাধমে দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়তা পান তিনি। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলায় সমানভাবে অভিনয় করেন তিনি।

জনপ্রিয়তা পাওয়ায় এই নায়ককে নির্বাচনী প্রচারণার জন্য আহ্বান জানান কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর এতে অংশ নিতে গত রোবাবার (১৪ এপ্রিল) অংশ নেন নির্বাচনী প্রচারণায় আর তাতেই চটেছে বিজেপি। বিজেপি দাবি করছে, নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভিসার নিয়ম লঙ্ঘন করেছেন ফেরদৌস। এজন্য তাকে গ্রেফতার করা হোক।

এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির নেতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘উত্তর দিনাজপুরের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রার্থীর সমর্থনে ভোটের প্রচার করছেন ফেরদৌস। কোনও বিদেশী নাগরিক ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে না। তিনি ভিসার নিয়ম লঙ্ঘন করেছেন। এজন্য তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা দরকার। সেউ সাথে তাকে নির্বাচনী প্রচারণা করতে দিয়ে তৃণমূল কংগ্রেস আইন লঙ্ঘন করেছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি