রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৯৯ বছরে শুরু করলেন পড়াশুনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

শিক্ষার যে কোনো বয়সর নেই সেটাই আবারো প্রমাণ করলেন আর্জেন্টিনার ইউসেবিয়া লিওনর করদাল। ইউসেবিয়ার যখন নাতি-নাতনি বা তাঁদের সন্তানদের সঙ্গে খেলাধুলা করার কথা। ঠিক তখনই তিনি ৯৯ বছর বয়সে স্কুলে যেতে শুরু করেছেন। এমন দৃশ্য দেখা গেল আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে।

ইউসেবিয়া খুব অল্প বয়সে মাকে হারান। এরপর নানা সমস্যার কারণে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পর্যন্ত যেতে পারেননি তিনি। কিন্তু জীবনের নানা চড়াই-উতরাই লেখাপড়া করার অদম্য ইচ্ছাকে একটুও কমাতে পারেনি।

সেই ইস্পাত কঠিন ইচ্ছা শক্তি থেকে তিনি ভর্তি হয়েছেন বুয়েনস এইরেসের ল্যাপ্রিদায় বয়স্কদের জন্য পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিদ্যালয়ে যান তিনি। অবাক করার বিষয় এই বয়সেও শিক্ষাজীবন শুরু করার পর থেকে এক দিনের জন্যও স্কুল কামাই করেনি ইউসেবিয়া।

ইউসেবিয়া বলেন, বৃদ্ধ হলে স্মৃতিশক্তি কমে যায়। স্কুলে প্রথম যেদিন আসি, যা পড়তে-লিখতে শিখেছিলাম, দেখলাম সবই ভুলে গেছি। পড়াশোনার পাশাপাশি তিনি কম্পিউটার শিখবেন বলেও পরিকল্পনা করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি