শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ায় জুয়ার আসরে ৩ বাংলাদেশি গ্ৰেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট : স্বপ্নের মালয়েশিয়ায় ভাগ্য বদলাতে এসে জুয়া খেলায় মেতে উঠেছে কিছু বাংলাদেশি। পরিশ্রমই ভাগ্য বদলাতে পারে- এ কথা ভুলে জুয়া খেলা শুরু করেছে তারা।

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে মালয়েশিয়ার চেরাচ-এর তামান মেহেরাজ এলাকায় একটি বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তিন বাংলাদেশিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চেরাচ থানার সহকারী কমিশনার মোকহাসিন মো. জোন জানান, রাত ১০ টার সময় অভিযানে ৩ বাংলাদেশি ও পাকিস্তানের ৩ জনসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় দুইজন বাংলাদেশি জুয়া খেলায় ব্যস্ত ছিল এবং আরেকজন কাউন্টারে দেখাশোনা করছিল বলে পুলিশ জানায়। তবে তদন্তের স্বার্থে পুলিশ গ্রেফতারকৃতদের নাম এখনো প্রকাশ করেনি।

আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন এবং পুলিশের ৪বি(এ) ৬(১)১৯৫৩ /৬(১) ইমিগ্ৰেশন আইনের ১৯৫৯)১৯৬৩ ও ১৫(১)এ ১৯৫৩ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি