শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দলকে ডাইনামিক সংগঠনে পরিণত করেই দেশনেত্রীকে মুক্ত করতে চান ফখরুল


দলকে ডাইনামিক সংগঠনে পরিণত করেই দেশনেত্রীকে মুক্ত করতে চান ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন আর বক্তব্যের মধ্যে থাকতে চাই না। কিছু কাজ করতে চাই। সংগঠনকে আরো শক্তিশালী করে ডাইনামিক সংগঠনে পরিণত করে দেশনেত্রীর মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং আমাদের নেতৃবৃন্দের মুক্তির জন্য আমরা আন্দোলন করতে চাই। সোমবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ ফোরাম আয়োজিত এক পতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার এবং সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিএনপির মহা সচিব বলেন, আন্দোলন লড়ায়ের কোনো বিকল্প নাই। বড় কিছু পেতে হলে সংগ্রামের মধ্যেই পেতে হয়। আমাদের হতাশ হবার কোনো সুযোগ নেই। আমাদের বুঝতে হবে আমরা অত্যন্ত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এগুচ্ছি। আমরা আশা করি শক্তিশালী সংগঠনের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারবো।

তিনি বলেন, সরকার সুচিন্তিতভাবে অত্যন্ত গুছিয়ে এক দলীয় শাসনের দিকে যাওয়া শুরু করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেইভাবে প্রতিরোধ করতে পারিনি। কারণ আওয়ামী লীগ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুঃশাসনের মধ্যে নিয়ে নজির বিহীন নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আপনাদের বুঝতে হবে ফ্যাসিস্টের বিরুদ্ধে গনতান্ত্রিক লড়াই সবসময় অসামঞ্জস্যপূর্ণ হয়।

ফখরুল বলেন, বর্তমান সময় খুব কঠিন সময়, এই সংগ্রামও খুব কঠিন। এই সংগ্রামকে হাসি খেলার মধ্য দিয়ে উত্তরণ সম্ভব নয়। আজকে আমরা যদি আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকাই দেখবেন সব জায়গায় কতৃত্ববাদ ঝুকে বসে আছে। গনতন্ত্র পিছিয়ে যাচ্ছে। যারা গনতন্ত্রের কথা বলেন তারা সেইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছেন না।

বিএনপির এ মুখপাত্র বলেন, ৯০’ র গণ-অভ্যুত্থান আর ২০১৯ এক সময় নয়। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং মাথায় রেখেই আমাদের পরবর্তি রণকৌশল নির্ধারণ করতে হবে। আর এর জন্য ভাবতে হবে, পড়তে হবে, আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানতে হবে। আমাদের চিন্তা করতে হবে বর্তমান পেক্ষাপটে সংগঠিতকে কিভাবে আরো শক্তিশালী করা যায়। যাতে বিশ্ব রাজনীতির সাথে লড়াই করতে পারে।

বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে তিনি বলে, বেগম জিয়া এতোটা অসুস্থ যে আমি বর্ণনা করতে পারবো না। আমি নিজে গিয়েছি দেখেছি থাকে। তিনি নিজে বিছানা থেকে উঠতে পারেন না তাজে সাহায্য করতে হয়। হাটতে পারেন না হুইল চেয়ারের চলতে হয়। খেতে পারেন না। তার শরীর একদম ভালো নেই।

দেশের অর্থনীতি খাত ধব্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, সরকারের এক সময়ের উপদেষ্টা ছিলেন তিনি অত্যন্ত মার্জিতভাবে বলেছেন মধ্য আয়ের দেশের অর্থনীতিকে যদি ঠিক না করা যায়। তাহলে কোনো লাভ হবে না। অর্থাৎ এটা এখনো মাধ্যম আয়ের দেশ হয়নি। অথচ সরকারের উন্নায়নের ঢোল বাজতেই আছে।

শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য এম এম ওবায়দুল হক নাসির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি