শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সেন্টমার্টিনে সাড়ে ৩লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


সেন্টমার্টিনে সাড়ে ৩লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাংগু কর্তৃক বঙ্গোপসাগরের মাছধরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পরে কারেন্ট জালগুলো সেন্টমার্টিনদ্বীপে পুড়িয়ে ধবংস করা হয়।

জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাংগু কর্তৃক নিয়মিত টহল অপারেশনে রোববার বিকালে টেকনাফ সেন্টমার্টনের পশ্চিম সৈকতে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।

বাংলাদেশ নৌবাহিনী সাংগু জাহাজের সাব লেঃ এম একে আজাদ বলেন, জব্দকৃত ১০হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় সেন্টমার্টিন নৌবাহিনীর স্টেশন কমান্ডার, জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি