মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুমিল্লার সিনহা মজুমদারের ১০ বিষয়ে জিপিএ ৫, একটিতে অকৃতকার্য


কুমিল্লার সিনহা মজুমদারের ১০ বিষয়ে জিপিএ ৫, একটিতে অকৃতকার্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : সারা দেশে এসএসসি ও সমমমানের পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। এবারের পাশের হার শতকরা ৮২. ২০ শতাংশ। পরীক্ষায় কুমিল্লার নাঙ্গলকোটের ছাত্র তাজওয়ার সিনহা মজুমদার ১০ বিষয়ে জিপিএ ৫ পেয়েছে। তবে দুটি বিষয়ে তাকে ফেল দেখানো হয়েছে।

গতকাল সোমবার ফলাফল ঘোষণার পর তাজওয়ার তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজের ফলাফল সংগ্রহ করে।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা এই ছাত্রের ফলাফলে দুটি বিষয়ে ফেল দেখানো হয়েছে। একটি উচ্চতর গণিত অন্যটি ইংরেজি। তবে সে দাবি করেছে, তার উচ্চতর গণিত বিষয়টি কখনই ছিল না।

কান্নাবিজড়িত কণ্ঠে তাজওয়ার বলেন, `আমি সব বিষয়ে ভালোভাবে পরীক্ষা দিয়েছি। আমি নিশ্চিত ছিলাম জিপিএ-৫ পাবো। আমাকে ইংরেজিতে ফেল দেখানো হয়েছে। আমার উচ্চতর গণিত না থাকা সত্ত্বেও আমাকে ওই বিষয়ে ফেল দেখানো হয়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি