শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রচণ্ড গরমে সারা দেশে বেড়েছে বিদ্যুৎ পানির চাহিদা, লোডশেডিংয়ে দুর্ভোগ


প্রচণ্ড গরমে সারা দেশে বেড়েছে বিদ্যুৎ পানির চাহিদা, লোডশেডিংয়ে দুর্ভোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৯

ডেস্ক রিপোর্টঃ প্রচন্ড গরমে সারা দেশে বেড়েছে বিদ্যুৎ ও পানির চাহিদা। শহরে কম হলেও গ্রামে পোহাতে হচ্ছে নিয়মিত লোডশেডিংয়ের ভোগান্তি। এ পরিস্থিতিতে শুরু হচ্ছে রমজান মাস। যদিও চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা নেয়ার আশ্বাস দিচ্ছে সেবাদানকারী সংস্থাগুলো।

গরম এলেই বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খায় কর্তৃপক্ষ। এরসাথে এবার যোগ হচ্ছে সেহরি, ইফতার ও তারাবির সময়ে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার চ্যালেঞ্জ। গত বছর গরমে ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ডিপিডিসির সর্বোচ্চ চাহিদা ছিল ১১শো ৩৭ মেগাওয়াট। এবার মৌসুমের শুরুতেই চাহিদা ছাড়িয়েছে ১৩শো মেগাওয়াট। শুধু ঢাকা নয়, সারা দেশেই বাড়বে বিদ্যুতের চাহিদা।

ঢাকায় পানির দৈনিক গড় চাহিদা আড়াইশো কোটি লিটার। রমজানে এ চাহিদা বেড়ে যায় আরো অন্তত ৫ কোটি লিটার। রোজার আগেই রাজধানীর ৩০টি এলাকায় দেখা দিয়েছে পানি সংকট। রোজায় তা আরো তীব্র হওয়ার আশঙ্কা রাজধানীবাসীর। এদিকে, গ্যাস বিরণকারী প্রতিষ্ঠান তিতাস বলছে, জাতীয় গ্রিডে এলএনজি যোগ হওয়ায় এবার গ্যাসের কোন সংকট হবে না।
বিদ্যু ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, কোনো কোনো জায়গায় ট্রন্সফার, ক্যাবল সমস্যা। এ কারণে বিদ্যুতের সমস্যা। আশাকরি ১ সপ্তাহ এর মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান বলেন, পানি নিয়ে কিছু সমস্যা হয়েছিলো। তবে রমজানে পানির কোনো সমস্যা হবে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোজার মাসে গড় তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আছে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কাও। এ অবস্থায় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো গ্যাস, বিদ্যুৎ, পানির সরবরাহ স্বাভাবিক রাখতে পারবে কিনা, তা নিয়ে সংশয়ে গ্রাহক।
জ্বালানি বিশেষজ্ঞ সামসুল আলম বলেন, গ্যাস, বিদ্যু, পানি এগুলো আমাদের দৈনন্দিন চাহিদা। কাজেই রমজান আসলেই কর্তৃপক্ষ বলে এগুলোর কোনো কিছুই সমস্যা হবে না। ভালো মতো সেবা জনগণকে দিলে কেনো আবার এক মাসে এসে তারা বলতে হয় সেবা নিয়ে এ মাসে কোনো গাফলতি হবে না। তার মানে তারা বাকি মাসগুলো কোনো কাজ করো নাই। কর্তৃপক্ষের কথাই আমরা কোনো আশ্বস্ত হতে পারছি না। স্বয়ং মন্ত্রী বলেছেন ট্র্রান্সফারমারে সমস্যা। কেনো ট্রান্সফারে সমস্যা হবে আপনারা আগে কী করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি