শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শুধু আইন করে দ্রব্য-মূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়, মুনাফা প্রবৃত্তি কমানো : দুদক সাবেক চেয়ারম্যান


শুধু আইন করে দ্রব্য-মূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়, মুনাফা প্রবৃত্তি কমানো : দুদক সাবেক চেয়ারম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৯


ডেস্ক রিপোর্টঃ রমজান আসতে না আসতেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম। যতই হম্বিতম্বি করা হোক না কেনো, রমজানে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না পণ্য দ্রব্যের দাম। আর শুধু রমজানেই নয় যে কোনো উৎসবেই উর্ধ্বগতিতে বেড়ে যায় পণ্যের দাম।

কনজ্যুমার্র্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট এবং দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান মঙ্গলবার বলেন, আমাদের ব্যবসায়ীদের মধ্যে অতি মুনাফা করার প্রবৃত্তি কমছে না, ফলে সরবরাহ ঠিক থাকলেও তারা নানা অজুহাতে রমজান বা কোনো উৎসবের আগে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়৷ আমাদের ক্রেতাদেরও সচেতন হতে হবে৷ একসঙ্গে সব কেনার মানসিকতা ছাড়তে হবে, আর কোনো পণ্যের দাম বাড়িয়ে দিলে তার ব্যবহার কমিয়ে দিতে হবে৷

তিনি আরো বলেন, শুধু আইন করে বা নির্দেশ দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ সম্ভব নয়৷ প্রয়োজন মানসিকতার পরিবর্তন এবং মনিটরিং৷ বাজারের বাস্তবতার সঙ্গে মিল না রেখে কোনো পণ্যের দাম যদি বেঁধে দেয়া হয়, বাস্তবে তা কার্যকর হয় না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি