ডেস্ক রিপোর্ট :
দেশে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা। ১৩ মে থেকে ১৮ মে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হওয়ার পর ঢাকা, রাজশাহী, খুলনাসহ কয়েকটি অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমবে। এর ফলে উত্তরাঞ্চলে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৩ কিলোমিটার।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। রাজধানীতে ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।