শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চাঁদপুরে চাহিদার তুলনায় মাছ সরবরাহ কম, হতাশ জেলে ও ব্যবসায়ীরা


চাঁদপুরে চাহিদার তুলনায় মাছ সরবরাহ কম, হতাশ জেলে ও ব্যবসায়ীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুরে পাইকারি মাছের বাজারে অস্বাভাবিকভাবে সরবরাহ কমে গেছে। সাগর মোহনা ও নদীতে জালে ইলিশ কম ধরা পড়ায় জেলে ও মাছ ব্যবসায়ীরা হতাশ। তবে দেশি প্রজাতির অন্যান্য মাছের কিছুটা সরবরাহ থাকলেও দাম চড়া।

চাঁদপুর শহরের প্রধান পাইকারি বাজার বড়স্টেশন মাছঘাট। প্রথম রমজান পর্যন্ত সব ধরণের মাছের সরবরাহ ছিল স্বাভাবিক।

কিন্তু এখন আর সেই দৃশ্য চোখে পড়ছে না। মাছ ঘাটে হাতেগোনা কয়েকটি মাছের ট্রলারের দেখা মিলেছে। তবে তাতে ইলিশ নয়, দেশি প্রজাতির মাছই বেশি। হঠাৎ করে পাইকারি বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা।

অথচ গতবছর এই সময় পর্যাপ্ত মাছ ছিল। অন্যান্য মাছের সরবরাহ থাকলেও জেলে ও ব্যবসায়ীরা বলছেন, যে পরিমাণ ইলিশ মাছ প্রয়োজন সে পরিমাণ মাছ নদীতে নেই। সরকার ইলিশ ধরার যে নিয়ম দিয়েছিলেন কড়াকড়িভাবে তা পালন করলে, এখন ইলিশের সংকট দেখা দিতো না। সরবরাহ কম হওয়ায় ইলিশের দাম চড়া ।

পাইকারি মাছ ব্যবসায়ী সম্রাট ব্যাপারি বলেন, বড় ইলিশ ১ লাখ থেকে ১ লাখ বিশ হাজার মণ করে বিক্রি হচ্ছে। আর ছোট ইলিশ মাছ ৭০ থেকে ৮০ হাজার টাকা। এছাড়া অন্যান্য দেশি মাছের আমদানি রয়েছে মোটামুটি।

এই পাইকারি বাজারে মৌসুমের এ সময় প্রতিদিন ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ আমদানি হয় প্রায় ৬শ মণ। অথচ এবার তার পরিমাণ অর্ধেকে নেমে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি