রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ডেমরায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পাটকল শ্রমিকরা। শনিবার ভোর ৬টা থেকে স্টাফ কোয়ার্টার থেকে চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ সময় তারা সড়কে গাড়ির টায়ার ও গাছের ডাল ফেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। চড়ম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

শ্রমিকেরা বলেন, বেতন ভাতার দাবিতে এর আগেও তারা একাধিক বার সড়ক অবরোধ করে। ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের শ্রমিকরা দুই মাস ধরে বেতন পাচ্ছেনা। বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। বাসা ভাড়া দিনে পারছেনা। তাই তারা রাস্তা নেমেছে। এর আগে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। একদিকে রমজান মাস আবার সামনে ঈদ কিভাবে তাদের সংসার চলবে। অতিদ্রুত তাদের বেতন দেওয়া হোক। ২০১৫ সালে ঘোষিত সরকারি মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে।

ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক বিপ্লব ভৌমিক বলেন, কয়েকদিন ধরে ডেমরা এলাকায় লতিফ বাওয়ানী জুট মিল ও করিম জুটমিলের শ্রমিকরা বিক্ষোভ করছে। এতে করে যানচলাচল বন্ধ রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি