রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হৃদরোগের বিকল্প চিকিৎসায় সুস্থ থাকুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৯


ডেস্ক রিপোর্ট : রমজানের এই পবিত্র মাসে হৃদরোগীদের দুর্ভাবনার শেষ নেই। রোজা রাখতে পারবেন, কি পারবেন না, এমন ভাবনা ভর করে মনে। হৃদরোগের বিকল্প চিকিৎসা উদ্ভাবনের পর এখন একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের মতোই দুশ্চিন্তামুক্ত, আনন্দময় জীবনযাপন করতে সক্ষম একজন হৃদরোগী। এ জন্য চাই কিছু সতর্কতা এবং নিয়মিত নিয়ন্ত্রিত জীবনধারা।

প্রথমত খাদ্যাভ্যাস পরিবর্তন (রমজানে যা পালন করা খুব সহজ), সামান্য কিছু ব্যায়াম এবং মেডিটেশনের মাধ্যমে সুস্থতার প্রাথমিক ধাপে পা রাখতে পারেন। হলিস্টিক চিকিৎসা একটি পরীক্ষিত বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। হৃদরোগের চিকিৎসা হিসেবে বহুল আলোচিত দুটি প্রচলিত পদ্ধতি বাইপাস ও স্ট্যান্টিং। এ দুটিই অপারেশন।

কিন্তু ডাক্তাররা অনেক সময়ই পরীক্ষা করে জানিয়ে দেন, রোগীর অপারেশন করার মতো অবস্থা নেই। কারণ হার্টের পাম্পিং ক্ষমতা বেশি কমে গেলে; মাল্টিপল ব্লকেজ ও বেশি বয়স হলে অপারেশন করতে সমস্যা হয়।

এ ছাড়া অনেক সময় অপারেশন করতে পারলেও সেটা হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। তা ছাড়া যিনি ডায়াবেটিসে ভুগছেন, রক্তে শর্করার মাত্রা বেশি; যার একবার বা একাধিকবার হার্ট অ্যাটাক হয়ে গেছে; যার আর্টারি ব্লকেজের সঙ্গে অন্যান্য জটিল রোগ আছে; যিনি ভয় পান; এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পরও যার পুনরায় ব্লকেজ ধরা পড়েছেÑ এমন পরিস্থিতিতে অনিবার্য হয়ে ওঠে হলিস্টিক চিকিৎসা।

অপারেশন বা কাটাছেঁড়া ছাড়াও যে ভিন্ন পদ্ধতিতে হৃদরোগের চিকিৎসা করা সম্ভব, তাই হলো হলিস্টিক পদ্ধতি। এ পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে এখন বিশ্বের প্রতিটি দেশেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এ ধরনের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে অনেকগুলো। ইউরোপ, আমেরিকা, চীন, জাপান ও অস্ট্রেলিয়ায় আছে কয়েক হাজার সেন্টার। হৃদরোগীদের খ্যাদ্যাভ্যাসে পরিবর্তন এনে এবং নিয়মিতভাবে কিছু যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন, নিউরোবিক, ইয়োগা, আকুপ্রেসার করালেও রোগের অনেক উন্নতি সাধিত হয়ে থাকে। তবে এটা প্রাথমিক সাফল্য।

এ দুটো অনুসরণ করলে নতুন করে রোগীর অবস্থার অবনতি ঘটে না বটে, তবে ধমনির ব্লক বা বাধা সরিয়ে হৃৎপিণ্ডে বিশুদ্ধ রক্ত সঞ্চালনের জন্য প্রয়োজন আরও কিছুর। এটাকেই বলে হয়ে থাকে বিকল্প পদ্ধতি। যারা ইতোমধ্যে হলিস্টিক পদ্ধতি গ্রহণ করেছেন, তাদের ব্যাপারে আমরা বলতে পারি যে, তারা ঝুঁকিমুক্ত। আমাদের প্রত্যাশা, এই রমজানে সুস্থ থাকুক প্রত্যেক হৃদরোগী।

চেম্বার : অ্যালার্জি, অ্যাজমা অ্যান্ড হলিস্টিক হেলথ কেয়ার, স্কাইটাচ রাজকোষ, ৪৩/আর ৫/সি পশ্চিম পান্থপথ, ঢাকা ০১৭২১৮৬৮৬০৬, ০১৯২১৮৪৯৬৯৯



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি