শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্কিন চীনের শুল্ক যুদ্ধের যাঁতাকলে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে পরিস্থিতি ঘোলাটে মার্কিন চীনের মধ্যে। এই শুল্ক যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছে ভারতেও। অর্থনীতিবিদদের মতে, আমেরিকা শুল্ক বাড়ানোর ফলে ভারতে সস্তায় ইস্পাত রপ্তানির পরিমাণ বাড়াতে পারে চীন। তা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে ইস্পাত কোম্পানির পক্ষ থেকে। পাশাপাশি

আমেরিকা থেকে আমদানি করা ২৯টি পণ্যের উপরে শুল্ক কার্যকরের সময় ফের পিছিয়ে ১৬ জুন করেছে দিল্লি। ভারতের উপর থেকে রপ্তানির সুবিধা (জিএসপি) বন্ধের কথা বললেও, তা এখনও কার্যকর করেনি আমেরিকা।

এইসব অবস্থার মধ্যে সাধারণ মানুষের অবস্থা খারাপ হতে চলেছে। চীন এবং আমেরিকার মানুষের উপর বাড়তে চলেছে দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ। অন্যদিকে মনে করা হচ্ছে এর প্রভাব পড়তে পারে ভারতের উপরও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি