শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্র ভারতের জিএসপি সুবিধা বাতিল করছে ৫ জুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, মার্কিন বাজারে ভারতীয় পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার (জিএসপি) শেষ হচ্ছে আগামী ৫ জুন। তিনি গত মার্চেই এটি বাতিলের ইচ্ছা প্রকাশ করেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ভারতের প্রায় ২ হাজার পণ্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। কিন্তু ভারত তাদের বাজারে মার্কিন পণ্য প্রবেশেও সমান সুবিধা দিবে এমন নিশ্চয়তা এখনো দেয়নি। ভারত মার্কিন জিএসপি সুবিধার বৃহত্তম সুবিধাভোগী। দক্ষিণ এশিয়া থেকে এই দেশটি যুক্তরাষ্ট্রে সাড়ে ৫শ কোটি ডলার সমপরিমাণ পণ্য কোনো শুল্ক ছাড়াই রপ্তানি করে।

ট্রাম্প আবারো ভারতকে অধিক শুল্কের দেশ দাবি করে দেশটিকে ‘ট্যারিফ কিং’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তারা মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করছে।

জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হলে ২০ টিরও বেশি মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করার সম্ভাবনার কথা জানান কয়েকজন ভারতীয় কর্মকর্তা।

উল্লেখ্য, ভারতের জিএসপি সুবিধা বাতিল না করতে মার্কিন কংগ্রেসের ২৪ জন সদস্য ট্রাম্প প্রশাসনকে গত ৩ মে চিঠি পাঠায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি