মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » অবৈধ সম্পদের অভিযোগে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামকে দুদুকের জিজ্ঞাসাবাদ


অবৈধ সম্পদের অভিযোগে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামকে দুদুকের জিজ্ঞাসাবাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০১৯

 

ডেস্ক রিপোর্ট :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন।

রোববার ২৬ মে বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আজ তাকে চিঠি পাঠিয়ে তলব করেছেন। আগামী ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল ইসলামকে কমিশনে হাজির হতে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি