রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘আর্থিক লেনদেন হলে পুলিশ কনস্টেবল নিয়োগ বাতিল’


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বন করলে নিয়োগ বাতিলসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার এমন হুশিয়ারি দিয়েছে পুলিশ সদর দফতর।

সম্প্রতি ৯৬৮০ জন পুলিশ কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বচ্ছ্ব প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পলিশ সদর দফতর। তারই অংশ হিসেবে আর্থিক লেনদেনের প্রমাণে চাকরি বাতিল এবং আইনি ব্যবস্থা গ্রহণের মতো মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানানো হলো।

ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট রেঞ্জের অধীনে সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইনস ময়দানে পর্যায়ক্রমে ২২, ২৪, ২৬, ২৯ জুন ও ১, ৩ জুলাই সরাসরি শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা (দৌড়, রোপিং, জাম্পিং ইত্যাদি) হবে। এ ধাপে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিতদের ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরা সর্বশেষ ধাপের পরীক্ষা (মনস্তাত্ত্বিক ও মৌখিক, ২০ নম্বর) দিতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি