বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুম্বাইয়ে ভারি বর্ষণে বিপর্যস্ত জনজীবন, নিহত ১৬


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট : ভারতের মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায় মঙ্গলবার গত ১০ বছরের ইতিহাসে সবচেয়ে ভারিবর্ষণ অব্যাহত থাকায় মুম্বাই ও পুনের জনজীবন প্রায় বিপর্যস্ত। এই এলাকাগুলোতে ভিন্নভিন্ন দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। ইতোমধ্যেই মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান রানওয়ে বন্ধ করে অন্তত ৫৪টি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে বলে মুম্বাইয়ের নগর কমিশনার প্রাভিন পরদেশি জানান।

নগর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতের ভারিবর্ষণে মুম্বাইয়ের মালাদ এলাকায় একটি দেয়াল ধসের ঘটনায় ১৩ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। দেয়াল ধসের ঘটনায় আরো অনেকেই চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং পুনেতে অন্য একটি দুর্ঘটনায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে।

ভারি বর্ষণের কারণে মহারাষ্ট্রে মঙ্গলবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে রাজ্য কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনাবিস এর অফিস জানায়, নাগরিকদের ভারিবর্ষণের কারণে বাইরে বের না হতে পরামর্শ দেয়া হয়েছে। এবং মুম্বাইয়ে শুধু জরুরি সেবা কার্যক্রম সচল থাকবে।

ভারতের কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ জানায়, ভারি বর্ষণে মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায় ট্রেনের লাইন ডুবে যাওয়ায় সোমবার দিবাগত রাতে বেশ কয়েকটি ট্রেনের সেবা স্থগিত করা হয়। তবে মঙ্গলবার সকালে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি