বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদে ছেলেধরা গুজব সন্দেহে গণপিটুনী প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদে ছেলেধরা গুজব সন্দেহে গণপিটুনী প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৯

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সাম্প্রতিককালে ছেলেধরা গুজব সন্দেহে গণপিটুনী প্রতিরোধে মঙ্গলবার (২৩ জুলাই) বরুড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে পদ্মা সেতুতে মাথা লাগবে এটা সম্পুর্ন গুজব। গুজবে কেউ কান দিবেননা। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক – শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা করুন। গুজবে কান না দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।

বরুড়া ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে জানানোর জন্য আহবান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাজহারুল ইসলাম ও বরুড়া থানা অফিসার ইনচার্জ জনাব আজম উদ্দিন মাহমুদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি