বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে চৌদ্দগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৯


মোঃ সফিউল আলম ঃ
ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় “মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯” উদযাপন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে র‌্যালীটি উপজেলা থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

এসময় অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল জলিল রিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাসিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ্ আল-মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, চৌদ্দগ্রাম এইচ জে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সবাইকে নিজের অফিস ও বাড়ি-ঘর পরিচ্ছন্ন রাখতে হবে। এসময় তারা দেশ ও সমাজকে ভালবেসে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহবান জানান। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট দল, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দফতরের কর্মকর্তারাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি