বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা ট্রমা সেন্টার,মেট্রোপলিটন মডেল হসপিটাল,কুমিল্লা এপোলো হসপিটালকে ১লক্ষ টাকা অর্থদন্ডসহ কারাদন্ড


কুমিল্লা ট্রমা সেন্টার,মেট্রোপলিটন মডেল হসপিটাল,কুমিল্লা এপোলো হসপিটালকে ১লক্ষ টাকা অর্থদন্ডসহ কারাদন্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৯


স্টাফ রিপোর্টার:

কুমিল্লার জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর এর নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম এর নেতৃত্বে কুমিল্লা নগরীর হসপিটালসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি হসপিটালকে অর্থদন্ডসহ ২ জনকে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়।

কুমিল্লা ট্রমা সেন্টারে মূল্য তালিকা না থাকায়, প্যাথলজির পরিবেশ নোংরা এবং জেনারেটরের কারণে শব্দ দূষণের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ও ৫৩ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

 

মেট্রোপলিটন মডেল হসপিটালকে ব্লাড গ্রুপের রিপোর্ট ভুল প্রদান, হসপিটালের পরিবেশ নোংরা ও মূল্য তালিকা আংশিক থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজিস্টকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

কুমিল্লা এপোলো হসপিটালে ভুয়া ডাক্তার বসানো এবং সরকারি কাজে বাধা প্রদান করায় মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৭ ও ১৮৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি