মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » শ্রেয়া ঘোষাল ও লেডি গাগা ছাড়া কারও সঙ্গে গাইবেন না নোবেল


শ্রেয়া ঘোষাল ও লেডি গাগা ছাড়া কারও সঙ্গে গাইবেন না নোবেল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ভারতের জি বাংলা টেলিভিশনের সঙ্গীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা ২০১৯’-এ অংশ নিয়ে পুরো শো জুড়েই আলোচনায় ছিলেন বাংলাদেশের ছেলে নোবেল। এখানে জনপ্রিয় শিল্পীদের একের পর এক গান গেয়ে আলোচনায় এসেছেন তিনি।

তার গানে বার বার মুগ্ধ হয়েছে শ্রোতা। বিচারকদের প্রশংসাও পেয়েছেন। তবে যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এই শিল্পীকে।

সারেগামাপা শেষে দেশে ফিরে এখন নোবেল মনোযোগী হয়েছে গানে। তবে ডুয়েট গান গাইতে চান না তিনি। শুধু তাই নয়, নিজের ব্যান্ড দল ছাড়া অন্য সংগীত শিল্পীদের সঙ্গে কাজ করা নিয়েও আপত্তি রয়েছে তার।

একইসঙ্গে প্লে ব্যাকে নিজের ব্যান্ড ছাড়া অন্যদের সঙ্গে কাজ করতেও আপত্তি রয়েছে তার। নোবেলের খোলামেলা উত্তর, সিনেমায় ব্যান্ডদল নিয়েই কাজ করছি।

সিনেমায় সোলো গাইবেন? ডুয়েট গাইবেন না? এ ব্যাপারেও একটা শর্ত রয়েছে নোবেলের। তার কথায়, যদি লেডি গাগা হয় তাহলে তার সঙ্গে ডুয়েট গাইতে পারি। উপমহাদেশে আমার প্রিয় শ্রেয়া ঘোষাল, তার সঙ্গেও গাইতে পারি। বাংলাদেশ বা ভারতের কারও সঙ্গে ডুয়েট করব না।’

এমনকি সারেগামাপা-র বিচারক মোনালি ঠাকুরের সঙ্গেও নোবেল গান গাইবেন না বলে জানিয়েছেন।

সম্প্রতি জাতীয় সংগীত নিয়ে বিতর্কে জড়িয়েছেন নোবেল। বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার বাংলা’ গানটির তুলনায় প্রিন্স মাহমুদের গান ‘সোনার বাংলা’ অনেক বেশী করে দেশকে চেনায়।

এটা অবশ্যই তার ব্যক্তিগত মতামত বলেও জানিয়েছেন ভারতীয় জি বাংলার জি বাংলার রিয়েলিটি শো সারেগামামাপা খ্যাত শিল্পী নোবেল।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি