শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ডেঙ্গুর বিস্তারে শুধু সিটি করপোরেশনকে দায়ী করা যাবে না: প্রধানমন্ত্রী


ডেঙ্গুর বিস্তারে শুধু সিটি করপোরেশনকে দায়ী করা যাবে না: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ডেঙ্গু রোগের বিস্তারে শুধু সিটি করপোরেশনকেই দায়ী করা যাবে না। ডেঙ্গুর প্রকোপ কমাতে সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা মুক্ত থাকতে চাইলে বাসা বাড়িতে জমে থাকা পানি নিজেদেরই পরিষ্কার করতে হবে নগরবাসীকে।

এ সময় সঞ্চালকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে শুরু থেকেই চক্রান্ত করে আসছে কিছু মানুষ। তারাই ছেলেধরা গুজব ছড়াচ্ছে। আইনশৃংখলা বাহিনী গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে সমস্যা এখন কমে এসেছে।

৩০ ডিসেম্বর নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে জনগণ নির্বাচনে অংশ নিতে পেরেছে বলেই আওয়ামী লীগ সরকার গঠন করেছে। অন্যথায় বিরোধীদলের ডাকে সারা দিয়ে আন্দোলনে নামতো জনগণ।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি