বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আক্রান্ত ৭৬ লাখ মানুষ গবাদি পশু ও পোলট্রির ক্ষতি ৭০৪ কোটি টাকা


আক্রান্ত ৭৬ লাখ মানুষ গবাদি পশু ও পোলট্রির ক্ষতি ৭০৪ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

এবারের বন্যার তীব্রতা উত্তরাঞ্চলে বেশি থাকলেও সারা দেশের ২৮টি জেলা কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১৯ জনের প্রাণহানি ছাড়াও বন্যায় আক্রান্ত হয়েছে মোট ৭৬ লাখ মানুষ। বড় ধরনের ক্ষতি হয়েছে গবাদি পশু ও হাঁস-মুরগির (পোলট্রি)। জাতিসংঘের মূল্যায়নে শুধু গবাদি পশু ও পোলট্রির ক্ষতি হয়েছে ৭০৪ কোটি টাকার বেশি।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের মূল্যায়নে বলা হয়েছে, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নয়টি জেলা—বগুড়া, গাইবান্ধা, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল ও বান্দরবান। বন্যায় ৫ লাখ ৪৮ হাজার ৬৭১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়েছে ৩৪ হাজার ৭৩১টি বাড়ি। আর গৃহহীন হয়েছে ৩ লাখ ৭ হাজার ৩৯১ জন মানুষ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে জাতিসংঘের দ্য নিডস অ্যাসেসমেন্ট ওয়ার্কিং গ্রুপ (এনএডব্লিউজি)। মন্ত্রণালয়ের দেয়া তথ্যের সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। খাদ্যনিরাপত্তা, আশ্রয়, পানি ও পয়োনিষ্কাশন, স্বাস্থ্য, যৌনতা ও লিঙ্গভিত্তিক সন্ত্রাস, অপুষ্টি, শিশু সুরক্ষা এবং শিক্ষা—এসব বিষয়কে বিবেচনায় নিয়ে বন্যাদুর্গত এলাকায় কী ধরনের সাহায্য-সহায়তা প্রয়োজন তাও নিরূপণ করেছে সংস্থাটি।

জাতিসংঘের মূল্যায়ন বলছে, বন্যায় আক্রান্ত এলাকাগুলোর কোথাও কোথাও এমনিতেই খাদ্য সংকট রয়েছে। বন্যার কারণে এ পরিস্থিতির আরো অবনতি হতে পারে। গবাদি পশুর খাদ্যের জোগান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর অপুষ্টির কারণে অনেক খামারি ক্ষতির শিকার হচ্ছেন।

দেশের সব জেলায় খাদ্য ও নগদ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে বন্যায় আক্রান্ত ২৮ জেলায় এর অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। গত ৪ আগস্ট পর্যন্ত খাদ্য সংকট মোকাবেলায় বন্যাদুর্গত এলাকায় ২৮ হাজার ৩৫০ টন চাল, ১ লাখ ১৭ হাজার প্যাকেট শুকনা খাবার ও ২৪ লাখ টাকা বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি বন্যার্তদের আশ্রয় দিতে সাড়ে আট হাজার তাঁবু তৈরি করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ১ লাখ ২৭ হাজার ৫৭টি গবাদি প্রাণী ও ৩ লাখ ৮৮ হাজার ১৭৬টি হাঁস-মুরগিকে টিকা দিয়েছে।

এবারের বন্যায় ফসলের ক্ষতির প্রাথমিক হিসাব দিয়েছে কৃষি মন্ত্রণালয়। তাদের হিসাব অনুযায়ী, বন্যায় ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ৭২ হাজার হেক্টর জমির ফসল। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশের। এছাড়া পাট, বোনা আমন, আমনের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজিরও বড় ধরনের ক্ষতি হয়েছে এবারের বন্যায়।

তবে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আক্রান্ত এলাকার কৃষকদের বিনা মূল্যে সার ও বীজ বিতরণের ঘোষণা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে অর্থায়ন করা হবে ১২০ কোটি টাকার। পরবর্তী সময়ে আবারো বন্যা পরিস্থিতি খারাপ হলে করণীয় বিষয়ে প্রস্তুতি রয়েছে। এছাড়া কৃষকদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।

ক্ষয়ক্ষতির মূল্যায়নে জাতিসংঘ বলছে, বন্যায় বিপুল পরিমাণ ফসলি জমি প্লাবিত হয়েছে। ফসলের বড় ধরনের ক্ষয়ক্ষতি খাদ্য ঘাটতির মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এছাড়া বন্যায় আক্রান্তদের গৃহস্থালি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণমাত্রায় কাজে ফিরতে আরো সময় লাগতে পারে তাদের। পাশাপাশি তাদের খাদ্যপ্রাপ্তিও সীমিত হয়ে আসতে পারে।

বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের। ক্ষতিগ্রস্ত আড়াই হাজার বিদ্যালয় ও শিক্ষাকেন্দ্র মেরামতে জরুরি ভিত্তিতে তহবিল প্রয়োজন বলে মনে করছে জাতিসংঘ। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, শিক্ষা চালিয়ে যেতে চার লাখ শিশুর শিক্ষা উপকরণসহ অন্যান্য সহায়তা প্রয়োজন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে এসব পরিবারের সন্তানদের শিক্ষা থেকে ঝরে পড়ার আশঙ্কাও করা হয়েছে জাতিসংঘের এ মূল্যায়নে।

বন্যা-পরবর্তী রোগ-ব্যাধি নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির প্রতিবেদন বলছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রায় পাঁচ লাখ মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের উচ্চঝুঁকিতে রয়েছে। রোগের বিস্তার যাতে না বাড়ে সেজন্য অ্যান্টিভেনমসহ বিভিন্ন জরুরি ওষুধের পর্যাপ্ত জোগান নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ২০০-এর বেশি মানুষ। এছাড়া চর্মরোগে আক্রান্ত হয়েছে প্রায় ২ হাজার ৮০০ মানুষ।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি