ডেস্ক রিপোর্টঃ
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে রাজধানী রিয়াদের সোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াসিন মিয়া এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ইয়াসিন আলী। তারা দুজনই একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।
জানা গেছে, কাজ শেষে গাড়িতে করে হতাহতরা বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পৌঁছলে একটি লড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মরদেহ দুটি রিয়াদের সেমুসী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।