মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জুলাই মাসের বিদ্যুৎ বিল ২ হাজার টাকা, আগস্টে ১০ লাখ! বিল দেখে হতবাক!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনস্ত কালিগঞ্জ জোনাল অফিস থেকে এক ব্যবসায়ীকে আগস্ট মাসে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকা বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলা সদরের এফ এম সুপার মার্কেটের ডিজিটাল প্রেসের স্বত্ত্বাধিকারী মো. মশিউর রহমানের নামে এ বিল দেওয়া হয়েছে।

জানা গেছে, শ্যামনগর উপজেলা সদরের ব্যবসায়ী মো. মশিউর রহমানের নামে পল্লী বিদ্যুতের নিয়মিত বিল প্রস্তুত করা হয়। আগস্ট মাসে পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিস থেকে তার নামে প্রেরিত বিল দেওয়া হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকা। অথচ জুলাই মাসে তার বিল এসেছিল ২ হাজার ২০৫ টাকা।

ভুক্তভোগী মশিউর রহমান জানান, এত টাকা বিদ্যুৎ বিল আসায় তিনি হতবাক। এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ করবেন বলে জানান তিনি।

এফ এম মার্কেটের ইলেকট্রনিক্স ব্যবসায়ী জি এম রাবীগ হোসাইন বলেন, ‘আমার ২২ বছরের ব্যবসার ইতিহাসে এ রকম ভুতুড়ে বিল আগে কখনো দেখিনি। তা ছাড়া আমরা এই মার্কেটের মালিকের নিকট হতে ঘর ভাড়া করে ব্যবসা করি। প্রতি মাসের বিল প্রতি মাসে পরিশোধ করে থাকি।’ তবে ১০ লাখ টাকা বিদ্যুৎ বিলকে কাল্পনিক বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, তাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অনেক সময় ভুলক্রমে এ ধরনের বিল যেতে পারে। তবে গ্রাহক যদি অভিযোগ করে, সে ক্ষেত্রে আমরা বিষয়টি খতিয়ে দেখব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি