বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-কচুয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৯

স্টাফ রিপোর্টার:

৭ সেপ্টেম্বর শনিবার। সকাল ৯ টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-আমিরাবাদকচুয়া সড়কে দোঘর এলাকায় আকস্মিকভাবে একটি বড় কড়ই গাছ ডালা ভেঙ্গে সড়কের উপর পড়ে। এর ফলে ওই সড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

ট্রাক চালকমােঃ ইউনুছ রানা বলেন, গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ কড়ই গাছের একটি বড় ডালা ভেঙ্গে সড়কের উপরে পড়ে। ভাগ্যক্রমে দুঘটনার হাত থেকে আল্লাহ তালা রা করেছে। তানাহলে প্রাণহানির ঘটনা হতাে।

পরে স্থানীয়রা গাছের ডালা কেটে সড়িয়ে নেয়ার পর বেলা সাড়ে ১১টায় যান চলাচল শুরু হয়। যানবাহন চালকরা জানান, সড়কের দুপাশে বিভিন্ন স্থানে বড় বড় গাছের ডালা থাকার কারণে প্রতিনিযনত হচ্ছে দূর্ঘটনা,তাছাড়া এই সুবিশাল ডালা-পালা থাকার ফলে সামান্য বৃষ্টিতে গাছের ডাল পড়ে জ্যাম সৃষ্টি হতে দেখা যায়। যদি এই সড়কের গাছের পরিচর্যা ও ডালা পরিচ্ছন্ন না করা হয় তাহলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা হওয়ার হতে পারে।

যাত্রীরা বলেন, সড়কের উপর গাছের ডালা ভেঙ্গে পড়ার চাকুরিজীবী, শাির্থী ও হাসপাতলে আগত রােগীদের চরম ভােগান্তি পােহাতে হযেছে । দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপকে জানানাে হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি