সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার গোমতী নদীর দখলদারদের তালিকা শুরু আজ থেকে, শীঘ্রই উচ্ছেদ অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার পুরাতন গোমতী নদীর দুই পাড়ের বিভিন্ন স্থান সাত শতাধিক দখলদারদের কবলে চলে গেছে। বিষয়টি বেশ ফলাওভাবে গণ্যমাধ্যমে প্রচারতি-প্রকাশিত হওয়ার পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে। পুরোনো গোমতী দখলদারদের কবল থেকে মুক্ত করতে আজ থেকে তালিকা শুরু  হচ্ছে। আজ থেকে দখলদারদের বিরুদ্ধে তালিকা হালনাগাদ করা হবে এবং তালিকা হাল নাগাদের পর শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে।

কুমিল্লা আদর্শ সদর ভূমি অফিসের তথ্য মোতাবেক জানা গেছে ২৫৮.০২ একর জায়গা ৭২২ জন দখলদারের কবলে চলে গেছে। এ পর্যন্ত পুরাতন গোমতী নদীর অবৈধ দখলদারের ৭৭২ জনের একটি তালিকা করা হয়েছে। তাদের উচ্ছেদের জন্য ২০০৩ সাল থেকে ৮-৯ দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিকসহ নানা কারণে আজও তা কার্যকর করা সম্ভব হয়নি। তথ্যেমতে দখলকৃত কৃষিজমি ১৫৬.৭৪ একর এবং অকৃষি খাসজমি ১০২ একরসহ মোট ২৫৮.০২ একর উল্লেখ করে ওই জমি দখলমুক্ত করার অনুরোধ করা হয়েছিল। এরপর ২০১৬ সালে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হলেও অবৈধ দখলদার উচ্ছেদ হয়নি।

তবে এবার দখলদারদের আর কোন ছাড় নেই। তালিকা প্রণয়নের পরে উচ্ছেদ নোটিশ প্রদান করা হবে বলে জানা যায়। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন,আজ থেকে পুরাতন গোমতী নদীর দুই পাড়ের অবৈধ দখলদারদের তালিকা করা হবে। তালিকার পরেই তাদের উচ্ছেদ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি