বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অস্বাভাবিক এক আবহাওয়ার জেরে সমুদ্র সৈকতজুড়ে ‘বরফের ডিম’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৯

ডেস্ক রিপোর্ট:

অস্বাভাবিক এক আবহাওয়ার জেরে ফিনল্যান্ডের উপকূল জুড়ে তৈরি হয়েছে ডিম আকৃতির হাজার হাজার বরফপিণ্ড।
বিশেষজ্ঞরা বলছেন, বিরল এক আবহাওয়া প্রক্রিয়ায় বরফের ছোট ছোট কুচি যুক্ত হয়ে ডিমের আকৃতি নিয়েছে। বাতাস এবং পানির ধাক্কায় বরফের কুচিগুলো একটি আরেকটির সঙ্গে মিশে গিয়ে ডিমের আকৃতি নিয়েছে।

ফিনল্যান্ড ও সুইডেনের মাঝে হাইলোটো নামের একটি দ্বীপে বরফের ডিমে আবৃত একটি সৈকতের দৃশ্য দেখেছেন শখের ফটোগ্রাফার রিসতো মাতিলা। সঙ্গে ক্যামেরা থাকায় বিরল ওই দৃশ্যের ছবি তুলে নেন তিনি।

কাছের ওউলু শহরের বাসিন্দা রিসতো মাতিলা বিবিসিকে বলেন, ২৫ বছর ধরে এ অঞ্চলে বসবাস করলেও এমন দৃশ্য তিনি কখনও দেখেননি।

“স্ত্রীকে সাথে নিয়ে মারানেমি বিচে গিয়েছিলাম। রোদ ছিল, কিন্তু তাপমাত্রা ছিল হিমাঙ্কেরও এক ডিগ্রি নীচে। জোর বাতাস বইছিল। তারপর অসামান্য সেই দৃশ্য চোখে পড়লো। সৈকত জুড়ে বরফের কুচির ওপর সারি সারি বরফের ডিম পড়ে আছে যেখানে জল শুরু হয়েছে সেখান পর্যন্ত।”

তিনি বলেন, সমুদ্রের পার ধরে প্রায় একশ’ ফুট জুড়ে হাজার হাজার বরফের ডিম পড়ে ছিল। সবচেয়ে ছোটটি ছিল ডিমের আকৃতির, সবচেয়ে বড়গুলো ছিল ফুটবলের সমান আকৃতির।

বিবিসির আবহাওয়াবিদ জর্জ গুডফেলো বলেন, সাগরে ঠাণ্ডার সঙ্গে বাতাস বইলে এ ধরণের বরফের বল তৈরি হতে পারে।

“বরফের কুচিগুলো ঢেউয়ের ধাক্কায় একসঙ্গে মিশে বড় হতে থাকে তারপর ঠাণ্ডায় সাগরের পানি জমে সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে সেগুলো গোলার আকৃতি নেয়। ওই সব বরফের বল সাগরের পানির ধাক্কায় মসৃণ হতে থাকে।”

তিনি বলেন, পরে ভাটায় পানি নেমে গেলে বরফের গোলাকৃতি ওই পিণ্ডগুলো সাগরতীরে পড়ে থাকে। অনেক সময় ঢেউয়ের ধাক্কায় সেগুলো তীরে চলে আসে।

এর আগে, রাশিয়া এবং শিকাগোর মিশিগান লেকে এধরনের বরফের ডিম দেখা গিয়েছিল।

২০১৬ সালে সাইবেরিয়ার নিদা এলাকার বাসিন্দারা সাগরতীরে ১১ মাইল জুড়ে বরফের বিরাট বিরাট বল দেখেছিলেন। এগুলোর কিছু ছিল ছোট, টেনিস বলের আকৃতির। আর সবচেয়ে বড়গুলোর ব্যাসার্ধ ছিল তিন ফুট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি