রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পথশিশুদের শিক্ষাদানে এগিয়ে এসেছে শিক্ষিত স্বেচ্ছাসেবী তরুণরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

পথে পথে ফুল বিক্রি করা শিশুদেরও রয়েছে জীবনে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন।

এসব পথশিশুদের স্বপ্ন পূরণে অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করছেন তরুণ স্বেচ্ছাসেবকেরা। আর সংশ্লিষ্টরা বলছেন, সরকার স্বেচ্ছাসেবীদের মাধ্যমেই পথশিশুদের চিহ্নিত করে তাদের শিক্ষা ও দক্ষতা বাড়াতে কর্মসূচি নিতে পারে।

রাস্তায় ফুল হাতে কিংবা নানা জিনিস ফেরি করে বেড়াতে দেখা যায় অনেক শিশুকে। সঠিক পরিসংখ্যান না থাকলেও সারাদেশে এমন পথশিশুর সংখ্যা ১০ লাখের বেশি। রাজধানীর পথশিশুদের সাক্ষরতা দিতে এগিয়ে এসেছে সমাজের শিক্ষিত তরুণেরা। শহীদমিনার, হাইকোর্ট মাজার, হাতিরঝিল, সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি জায়গায় তারা অস্থায়ী স্কুলে চলে তাদের কার্যক্রম।

ছিন্নমুল শিশুদের পাশাপাশি হাতিরঝিলে নিম্নবিত্ত শিশুদেরও শিক্ষা দিচ্ছে এসব তরুণ স্বেচ্ছাসেবকরা। বিনামুল্যে পড়ানোসহ শিক্ষা উপকরণ দেয়া, বিভিন্ন দিবস উদযাপন ও শিশুদের নিয়ে আনন্দ ভ্রমণও করেন তারা।

‘এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের সংগঠনের কর্মীরা জানান, শিক্ষার পাশাপাশি মাদক নেয়া ও যেকোন অপকর্ম থেকে দূরে রাখতে কাউন্সেলিং দেওয়া হয় পথশিশুদের।

ভাসমান মানুষদের নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বলছেন, শিক্ষার পাশাপাশি দক্ষতার প্রশিক্ষণ দিয়ে এসব পথশিশুদের মুল স্রোতধারায় আনতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি