রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কবরস্থান থেকে চুরি হয়ে যাচ্ছে কঙ্কাল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০২০

 

ডেস্ক রিপোর্টঃ

কবরস্থানে ২২টি কবরে মরদেহের অস্তিত্ব পায়নি গ্রামবাসী।

দিনাজপুরে একটি কবরস্থান থেকে চুরি হয়ে যাচ্ছে কঙ্কাল। এরইমধ্যে ২২টি কঙ্কাল চুরি হয়ে গেছে। কবর থেকে প্রতিবেশীসহ স্বজনদের কঙ্কাল চুরির ঘটনায় উদ্বেগ-উৎকন্ঠায় এলাকাবাসী।

দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের কবরস্থানের সীমানা প্রাচীর এবং কোনো পাহারাদার নেই। গ্রামবাসী জানায়, ৪টি কবরের বাঁশের বেড়া খোলা ও কবরের মাটি সরানো দেখে কঙ্কাল চুরির ঘটনা জানাজানি হয়। কবরস্থানে এমন ২২টি কবরে মরদেহের অস্তিত্ব পায়নি গ্রামবাসী।

এলাকাবাসীর অভিযোগ প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে এসব নরকঙ্কাল চুরি হয়েছে। পিতামাতাসহ পরিবারের সদস্যদের কবর থেকে মরদেহ গায়েবের সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। এলাকাবাসীর দাবি কবরস্থানে যদি নিরাপত্তা দেয়ালের ব্যবস্থা করা যায় তাহলে কবর থেকে কঙ্কাল চুরি হওয়া ঠেকানো যেত।

পুলিশ বলছে, কঙ্কাল চুরিতে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ‘কঙ্কাল চুরির ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। আর এর সঙ্গে যদি স্থানীয় কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদের আইনের আওতায় আনব।’

চুরি হওয়া এই সব নরকঙ্কাল প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়ে থাকে। যে কারণে প্রায়ই নরকঙ্কাল চুরি করে একটি চক্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি