শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় ফ্রিল্যান্সিং প্রতারণার অভিযোগে ‘গ্রীন আইটি’ প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ


কুমিল্লায় ফ্রিল্যান্সিং প্রতারণার অভিযোগে ‘গ্রীন আইটি’ প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ফ্রিল্যান্সিং প্রতারণার অভিযোগে ‘গ্রীন আইটি’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।

প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রতারণার শিকার ব্যক্তিদের পক্ষে গতকাল কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগটি দায়ের করেন সদর উপজেলার কুচাইতলী এলাকায় মাহাবুবুর রহমান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘গ্রীন আইটি’ নামে একটি প্রতিষ্ঠান কান্দিরপাড় রামঘাটস্থ আলম ভিলায় প্রতিষ্ঠার পর থেকে অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে। বিভিন্ন আইডি ও ডোমেইন ক্রয়ের নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে এসব টাকা হাতিয়ে নেয়া হয়। তবে টাকা লেনদেনে প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল ইসলাম সরাসরি জড়িত না হয়ে টাকা নেন প্রতিষ্ঠানটির শিক্ষক পরিচয়দানকারী আবু সাইদ বিন শোভনের মাধ্যমে।

অভিযোগ রয়েছে, ভুক্তভোগিরা প্রদেয় টাকা ফেরত চেয়ে ঐ প্রতিষ্ঠানে কয়েকবার যোগাযোগ করেও কোন প্রতিকার পায়নি। এর মধ্যে প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল ইসলাম বেশ কয়েকবার বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েও তা সমাধান করেননি।

এ বিষয়ে ‘গ্রীন আইটি’র পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়টি ‘সত্য নয়’ বলে দাবী করেন। তিনি বলেন, তারা (প্রশিক্ষণার্থীরা) আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখে মাসে লাখ-লাখ টাকা আয় করছেন। অথচ এখন উল্টো আমার নামেই প্রতারণার অভিযোগ করছে। বিষয়টি নিয়ে তারা আমার কাছে এসেছিল। আমি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু তারা কোন প্রমাণ দেখাতে পারেনি।

এদিকে ‘গ্রীন আইটি’ আবু সাইদ বিন শোভনের বিরুদ্ধে প্রতারণার আরো অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লার অপর একটি ফ্রিল্যান্সিং শিক্ষা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড’ এর চেয়ারম্যান মিলন অভিযোগ করেন, আবু সাইদ বিন শোভন আগে আমার প্রতিষ্ঠানে কাজ করতো। তখন আমার অজান্তে শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগ উঠায় তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছি।

শুনেছি, এখন অন্য জায়গায় গিয়েও একই প্রতারণা করেছে। তাদের প্রতারণার কারণে আমরা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করি তাদের বদনাম হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি