বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » লাখোকোটি হাতে ক্ষমা প্রার্থনায় আখেরি মোনাজাত সম্পন্ন


লাখোকোটি হাতে ক্ষমা প্রার্থনায় আখেরি মোনাজাত সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

মুসলিম জাহানের শান্তি ও মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। সকাল ১১টা ৮ মিনিটে মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৪৬ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মুরব্বি কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। মোনাজাতে বিশ্বের কল্যাণ কামনা করা হয়।

মোনাজাতে অংশ নিতে আজ ভোর থেকে লাখো মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে আসেন। মুসল্লিদের আগমনে টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ ছাড়া টিভি স্ক্রিনে সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এই মোনাজাতে শরিক হন। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

আরবি ও বাংলায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। এর আগে ভোরে ফজরের পর থেকে মোনাজাতের আগ পর্যন্ত চলে হেদায়েতি বয়ান।

আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেন। পাপ থেকে মুক্তির মিনতির পাশাপাশি বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানান মুসল্লিরা।

বিশ্ব ইজতেমায় গভীর আবেগপূর্ণ আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় মুসলমানের সঠিক পথের দিশা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তওফিক কামনা করে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয়। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন; মহামহিম ও দয়াময় আল্লাহর সন্তুষ্টি লাভে আকুতি ব্যক্ত করেন। ধনী-গরিব, মালিক-শ্রমিক নির্বিশেষে সর্বস্তরের লাখ লাখ মুসল্লি সবকিছু ভুলে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

মুসল্লিরা জানিয়েছেন, ইজতেমার শিক্ষা তাঁরা ছড়িয়ে দেবেন। ব্যক্তি ও সমাজজীবনে তা কাজে লাগাবেন।

আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এদিকে আজ সকালে ইজতেমায় অংশ নেওয়া আরো চার মুসল্লি মারা গেছেন। এ নিয়ে ইজতেমার প্রথম পর্বে ১৩ মুসল্লির ইন্তেকাল হলো।

সরেজমিনে দেখা যায়, বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশি সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করায় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক এবং ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। তীব্র শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শোনেন তাঁরা।

দুদিন ধরে ইজতেমা মাঠে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মগ্ন ছিলেন লাখ লাখ দেশি-বিদেশি মুসল্লি। ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ইমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর বয়ান অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশ থেকে আগত মুরব্বিরা তাবলিগের ছয় অসুলের মধ্যে দাওয়াতে দ্বীনের মেহনতের ওপর গুরুত্বারোপ করে বয়ান করেন।

১৭ জানুয়ারি শুরু হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি