শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এক সেকেন্ডে দূর হবে মুখের ক্লান্তিভাব ফেসিয়াল মিস্ট করলে


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

শীতে আবহাওয়া শুষ্ক থাকে। এ কারণে ত্বক কুচকে যায়। চেহারায় দেখা দেয় ক্লান্তিভাব। এমনিতেই রুক্ষ, শুষ্ক ত্বক আর তার মধ্যে যদি থাকে ক্লান্তভাব তবে তা চিন্তার বিষয় বটে।

আপনি চাইলে মুখের এই ক্লান্তিভাব দূর করতে পারেন এক সেকেন্ডে। এক সেকেন্ডে মুখের ক্লান্তি দূর করবে ফেসিয়াল মিস্ট।

একবার স্প্রে করে নিন। মুহূর্তেই ফিরে পাবেন সতেজতা। তবে কৃত্রিম ফেসিয়াল মিস্ট ব্যবহার করতে না চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন পছন্দের ফেসিয়াল মিস্ট। ঘরে বসে ফেসিয়াল মিস্ট তৈরির উপায় আসুন জেনে নিই-

তিন কাপ পানি ফুটিয়ে আধা কাপ পুদিনাপাতা দিন। তারপর পানি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার একমুঠো গোলাপের পাঁপড়ি যোগ করে আরও ১৫ মিনিট ফুটিয়ে নিন।

পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। সবশেষে ছেকে স্প্রে বোতলে ঢেলে আধা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে মুখ বন্ধ করে ঝাঁকিয়ে নিন।

ক্লান্ত লাগলেই একবার স্প্রে করে নিন ফেসিয়াল মিস্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি