শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু ৩৬২ ,আক্রান্ত হয়েছেন ১৭,২০৫ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া নিউমোনিয়া সাদৃশ করোনাভাইরাসে সোমবার নিহতের মধ্যে একজন চীনের মূলখণ্ডের নাগরিক রয়েছেন বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন নিশ্চিত করেছেন। চীন ছাড়াও বিশ্বের ২৬ দেশে এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। সিএনএন, রয়টার্স

ব্যাংককের রাজাবিথি হাসপাতালে ডাক্তার কিরিয়াংসাক এইচআইভি ও ফ্লু চিকিৎসায় ব্যবহৃত ওষুধ সংমিশ্রণ করে চীন থেকে আসা ৭১ বছর বয়সী নারী রোগীর চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন বলে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে।

চীনে মারাত্মক করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)র সঙ্গে স্বাস্থ্য সতর্কতায় সহযোগীতার হাত বাড়িয়ে গিয়েছে গুগল। তাদের টুইটারে এ ভাইরাস ও রোগ বিস্তার সম্পর্কে তথ্য এবং টিপসগুলোকে প্রচারে অগ্রাধিকার দেবে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে বলে নতুন এক আতঙ্ক তেরি হয়েছে চীনা নাগরিকদের মধ্যে। এ ধরণের গুজব ছড়ানোর পর তাদের পোষা প্রাণীগুলোকে বহুতল ভবন থেকে ছুড়ে ফেলে দিচ্ছেন, ফলে যত্রতত্র এসব প্রাণীগুলো পড়ে মরে থাকতে দেখা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি