বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার চান্দিনায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় শিক্ষকদের সহযোগিতায় যুবকের কারাদণ্ড


কুমিল্লার চান্দিনায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় শিক্ষকদের সহযোগিতায় যুবকের কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করায় আতিক হাসান (২১) নামে এক ইভটিজারকে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেলে শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ।

দণ্ডিত আতিক কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো আতিক হাসান নামের ওই যুবক। রবিবার বিকেলে বিদ্যালয়ে এসে আমাদের এক ছাত্রীকে উত্যক্ত করে ওই বখাটে। আমরা তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানা অফিসার ইনচার্জ (ওসি)কে ফোন করি। পরে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১১ মাসের সাজা প্রদান করেন।

এদিকে স্কুলছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় ওই বখাটে যুবককে সাজা প্রদান করায় অত্যন্ত খুশি হয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি