বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চেহারা পরিবর্তন করেও রেহাই পায়নি, গোয়েন্দা জালে চক্র ধরা


চেহারা পরিবর্তন করেও রেহাই পায়নি, গোয়েন্দা জালে চক্র ধরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

দুবাই থেকে ডেবিট কার্ড চুরির পর দেশে পাঠানো হয় কুরিয়ারে। গোপন পিন নম্বর পাঠানো হয় হোয়াটসঅ্যাপে। তা দিয়ে তোলা হয় টাকা। যা আবার যায় দুবাইতে। টাকা তুলতে গিয়ে ধরা পড়েন ক্লোজ সার্কিট ক্যামেরায়। সে ছবি হয় ভাইরাল। পুলিশের হাত থেকে বাঁচতে পরিবর্তন করা হয় চেহারাও। তার পরেও শেষ রক্ষা হয়নি চক্রটির। ধরা পড়তে হয় গোয়েন্দা জালে।

পুলিশও এই নারীকে খুঁজছিল- কারণ কার্ডটি ছিল চুরিকৃত। যার মালিক দুবাই প্রবাসী সাইফুল ইসলাম।

সিসিটিভির টাকা তোলার এই দৃশ্য নজরে আসে নারী ছাড়াও দুবাই প্রবাসী তার স্বামী রাজুর। যিনি তাৎক্ষণিক দেখা করেন কার্ডের মালিকের সঙ্গে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম, “এই নিউজ টা যখন ২১ তারিখ প্রচার হয় ২২ তারিখ থেকে রাজু বার বার ফোন দিচ্ছে। ২৩ তারিখে আমাকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যায় এবং পা ধরে আমাকে বলে আমাকে মারেন আপনি। এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে আমার বউ। মামুন কার্ড টা নিয়েছে, সে আমাকে বলে…রাজু…আমার একটা কার্ড আছে বাংলাদেশে , ৪/৫ লাখ টাকা আছে। এই টাকা আমি ব্যবসার কাজে দুবাই আনবো। তুই আমাকে সহযোগীতা কর। কেউ যেন না জানে।”

এর মধ্যেই ধরা পড়েন সাইফুলের গাড়ি চালক মামুন। তার দেয়া তথ্যে গ্রেপ্তার হন সেই নারী। সাইফুলের কার্ডটি চুরি করেন তারই গাড়িচালক মামুন। চুরির পর তা দেন দুবাইয়ে আরেক বাংলাদেশি ও তার বন্ধু রাজুকে। রাজু কার্ডটি কুরিয়ারের মাধ্যমে পাঠান বাংলাদেশে- স্ত্রী তানিয়ার কাছে। কার্ডের গোপন নম্বর আসে হোয়াটসঅ্যাপে।

কার্ড হাতে পেয়ে বিভিন্ন বুথ থেকে তানিয়া ১৩ লাখ টাকা তোলেন। তিনি জানান, টাকা- দুটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠান দুবাইয়ে স্বামী রাজুর কাছে। যেখানে তার ভাগে ছিল মাত্র ৪০ হাজার টাকা।

তবে গ্রেপ্তার এড়াতে তানিয়ার চেষ্টার কমতি ছিল না। তার ছবি গণমাধ্যমে আসার পর পরই তা বুঝতে পেরে চেষ্টা করেন নিজেকে আড়াল করতে। আট হাজার টাকায় পরিবর্তন করেছিলেন তার নিজের চেহারাটিও।

পুলিশ বলছে, ঘটনাস্থল বাংলাদেশ ছাড়াও ছিল দুবাই। ফলে পুরো তদন্তে নিতে হয় প্রযুক্তির সহায়তা।

ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার মীর মোদদাছছের হোসেন বলেন, “তারিখ অনুযায়ী কোন কোন তারিখে টাকা উত্তোলন হয়েছে, তার (টাকা উত্তোলনকারী) মোবাইল ফোন ও অন্যান্য তথ্য প্রযুক্তি যা ব্যবহার করা হয়েছে এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি তার সঙ্গে কারা কথা বলেছিলো। সেই ক্লু ধরে আমরা প্রথমে গ্রেপ্তার করি মানুন কে।” তদন্তে বড় সহায়ক ছিল সিসিটিভির ফুটেজটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি