রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পিবিআই’র তদন্ত ভুল: সালমান শাহ’র মামা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সালমান শাহকে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত যথাযথভাবে করেনি বলে অভিযোগ করেছেন তার মামা আলমগীর কুমকুম। সালমান শাহকে নিয়ে তারা মনগড়া প্রতিবেদন দিয়েছে বলে তিনি দাবি করেন।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকাই চলচ্চিত্রের প্রাণপুরুষ সালমান শাহ’র মৃত্যুর কারণ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে পিবিআই। তদন্তে সালমান শাহকে হত্যার কোনও প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে আলমগীর কুমকুম বলেন, ‘তাদের (পিবিআই) তদন্তে অনেক ভুল রয়েছে। সেই সঙ্গে তদন্তকারী দলের গাফিলতিও রয়েছে। যার কারণেই তারা তাদের মনগড়া প্রতিবেদন দিয়ে বলছে সালমান শাহ নাকি আত্মহত্যা করেছে। যাকে হত্যা করা হয়েছে বলে ঘটনার সময় অনেক তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু এখন হত্যার

ঘটনাকে ভিন্নভাবে নেওয়ার জন্য আত্মহত্যা বলা হচ্ছে। আসলে এটা সাজানো।’
পিবিআই তদন্তে ন্যায়বিচার পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘ন্যায়বিচারের জন্য আমরা উচ্চ আদালতে যাবো। সালমান শাহকে যারা হত্যা করেছে তাদেরকে শাস্তি পেতে হবে। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে চালানো যাবে না। উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাবো।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি