শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সাড়ে ১৪ কোটি টাকার মাদক ধ্বংস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ফেনসিডিল দিয়ে মাদক বিরোধী ডিসপ্লে “মাদককে না বলি” প্রদর্শনপূর্বক প্রায় সাড়ে ১৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কুমিল্লা বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

রবিবার (৮ মার্চ ) দুপুরে কোটবাড়ির ১০ বিজিবি দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

১০ বিজিবি সূত্র জানায়, বিগত ২০১৯ সালের ১ জানুয়ারি হতে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলো হলো-১৫ হাজার ৩৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৬২৫.২৮২ কেজি ভারতীয় গাঁজা, ৮ হাজার ৯১৫ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার হুইস্কি, ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার বিয়ার, ৭৪ হাজার ৬০২ টি ইয়াবা ট্যাবলেট, ১ লক্ষ ৩০ হাজার ২৬৪ টি বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট, ৩৭ লক্ষ ৮০ হাজার ১৭২টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ ট্যাবলেট, ৮৩৬ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ সিরাপ, ৯০০ টি ইপ্রাভেন্ট সলিউশন ট্যাবলেট । ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য ১৪ কোটি ৬৮ লক্ষ ৬৯ হাজার ১ শত ৭৭ টাকা ।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য জনাব আ ক ম বাহাউদ্দিন বাহার । এ সময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ গোলাম ফজলে রাব্বি, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি