শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার করোনা “হটস্পট” খ্যাত দেবিদ্বারে ২৪ ঘন্টায় প্রাণ গেল ২ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার “হটস্পট” খ্যাত দেবিদ্বার উপজেলায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৮ মে) উপজেলার নবিয়াবাদে আতিকুল (৬০) নামে আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার চাপানগর গ্রামের হাজারি বাড়ির জামাল হাজারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রাতে জামাল হাজারীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার (৮ মে) দুপুরে কুমিল্লা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা যায়।

এর ফলে গত ২৪ ঘন্টায় দেবিদ্বারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হল। জেলাজুড়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়ালো ৬ জনে।একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন ১২ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি