শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত আরও ৪ হাজার ১৯ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০২০


স্টাফ রিপোর্টারঃ

প্রাণঘাতী করোনা দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৯২৬ জনে।যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৬ জন।

আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৯ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে মোট ৬৬ হাজার ৪৪২ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৭০টি পরিক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৩৬২টি (পূর্বের নমুনাসহ)। সংগ্রহ করা হয়েছিল ১৭ হাজার ৯৪৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ২ হাজার ৬৯৭টি।

বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি