শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় মেডিসিন কমপ্লেক্সের এস আলম মেডিকেল সেন্টারে অভিযান: অনুমোদনহীন ঔষধ ও সেনিটাইজার উদ্ধার


কুমিল্লায় মেডিসিন কমপ্লেক্সের এস আলম মেডিকেল সেন্টারে অভিযান: অনুমোদনহীন ঔষধ ও সেনিটাইজার উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০২০

স্টাফ রিপোর্টার:

এন এস আই কুমিল্লার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কুমিল্লা আলেখার চর এলাকায় অবস্থিত মেডিসিন কমপ্লেক্স মার্কেটের এস আলম মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে অনুমোদনহীন হ্যান্ড সেনিটাইজার ও মেয়াদোত্তীর্ন ঔষধ উদ্ধার করা হয়। এ সময় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার ( ১৮ জুলাই) বিকেলে এস আলম মেডিকেল সেন্টার নামের ঔষধের দোকান ও গোডাউনে জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের যুগ্ম পরিচালক জি এম আলিম উদ্দিন এর নেতৃত্বে ঔষধ প্রশাসন ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে অনুমোদনহীন হ্যান্ড সেনিটাইজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিপুল পরিমান যৌন উত্তেজক ইউনানি ও আয়ুর্বেদ ঔষধ উদ্ধার করা হয়। যৌন উত্তেজক ঔষধ গুলো পরীক্ষার জন্য সেম্পল কালেকশন করে ঔষধ প্রশাসনের মাধ্যমে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। অনুমোদনহীন হ্যান্ড সেনিটাইজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্যাকেটিং করার দায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। যৌন উত্তেজক ঔষধ এর ব্যাপারে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি