বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বুধবারে করোনায় আক্রান্ত ৪৭ জন, মৃত্যু আরও ৫ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৭.২০২০

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলাজুড়ে যেন কমছেই না মহামারী করোনার সংক্রমণ। আজ বুধবারে জেলায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪০৭ জন।

জেলায় আজ সিটি করপোরেশনের ১ জন, চান্দিনার ১ জন, আদর্শ সদরের ১ জন ও দেবিদ্বারের ২ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। যার ফলে করোনায় মৃতের সংখ্যা ১৪৬ জন হলো।

আজ বুধবার (২৯ জুলাই) করোনায় আক্রান্তের মধ্যে সিটি করপোরেশনে ১৩ জন, চৌদ্দগ্রামে ১৪ জন, মনোহরগঞ্জে ৩ জন, লাকসামে ৩ জন, দেবিদ্বারে ৪ জন, মুরাদনগরে ৪ জন, নাঙ্গলকোটে ১ জন, হোমনায় ৪ জন ও চান্দিনায় ১ জন।

আজকে নতুন করে সুস্থ্য হয়েছে ১৮৬ জন। সুস্থ্যরা- সদর দক্ষিণে ১২ জন, সিটি করপোরেশনে ৩৬ জন, আদর্শ সদরে ৩ জন, বুড়িচংয়ে ৫ জন, দেবিদ্বারে ১ জন, হোমনায় ৫৯ জন, মুরাদনগরে ৪ জন, নাঙ্গলকোটে ২ জন ও লাকসামে ৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৩ হাজার ৭৪৯ জন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৫ হাজার ৩৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৯৫৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৪০৭ জনের করোনা পজিটিভ।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪২৯ জন, মুরাদনগর ৩০২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪৬৪ জন, লাকসামে ৩৫২ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৯ জন, বরুড়ায় ২১৭ জন, বুড়িচংয়ে ২৪৩ জন, মনোহরগঞ্জে ১৬২ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৩ জন, নাঙ্গলকোটে ৩৬৪ জন, হোমনায় ১০০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৫০২ জন, আদর্শ সদরে ১৯২ জন, মেঘনায় ৫৯ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি