শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১০০ কোটি কোভিড ভ্যাকসিন কিনতে ২০টি দেশের ক্রয়াদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

এশিয়ার বিশটি দেশ রাশিয়ার ‘স্পুটনিক ভি’ কোভিড টিকা কিনতে ক্রয়াদেশ পাঠিয়েছে। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা আরডিআইএফ’এর সিইও কিরিল দিমিত্রিয়েভ এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি উল্লেখ করে বলেন বিদেশি দেশগুলোর সহযোগিতায় বছরে ৫০ কোটি কোভিড ভ্যাকসিন বা টিকা উৎপাদন করতে আমরা প্রস্তুত। আরটি

কিরিল দিমিত্রিয়েভ বলেন অভ্যন্তরীণ প্রয়োজনে টিকা রাশিয়াতে এবং অন্যান্য দেশের প্রয়োজনে সেসব দেশেই এ টিকা প্রস্তুত করা হবে। আরডিআইএফ বিভিন্ন দেশে এ টিকা উৎপাদনের জন্যে কাজ করবে বিশেষ করে যেসব দেশ এ টিকা কিনতে পারবে না তাদের বিশেষ সহযোগিতা দেবে।

তিনি আরো বলেন কোভিড টিকা পাওয়ার ক্ষেত্রে সকল দেশের অধিকার আছে। গরিব দেশগুলোতে এক্ষেত্রে কঠিন সমস্যা রয়েছে। এসব দেশেরও কোভিড টিকা পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ থাকা উচিত।

রাশিয়ার প্রেসিডেন্ট  বলেছেন তার দেশ এ টিকা ব্যাপকভাবে উৎপাদন শুরু করবে এবং আগামী জানুয়ারি মাস থেকে তা রুশ নাগরিকরা কিনতে পারবে। মধ্যপ্রাচ্যে এ টিকার ক্লিনিক্যাল টেস্ট চলবে বলে জানান পুতিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি