মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কোটি কোটি টাকার ভুয়া চেক ও ভুয়া নিয়োগপত্রসহ যুবলীগ নেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশব্যাপী বিভিন্ন প্রতারণার জাল বিস্তার করে হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কোটি কোটি টাকা।

ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস নামে ফেসবুক পেইজ খুলে দেশব্যাপী প্রতারণার জাল বিস্তার করেছিল যুবলীগ নেতা রাব্বী শাকিল ওরফে ডিজে শাকিল (৩২)। শাকিল সিরাজগঞ্জের তাড়াশের যুবলীগ নেতা। বুধবার (১২ আগষ্ট) রাতে ডিজে শাকিলসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার অফিস থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২০১ কোটি টাকার ভুয়া চেক, সামরিক বাহিনীর ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয় পত্র ছাড়াও অন্যান্য সরঞ্জাম।

গতকাল বুধবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তাড়াশে ডিজে শাকিলের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এছাড়া গ্রেপ্তার হন তার সহযোগী আইটি বিশেষজ্ঞ হুমায়ুন কবির (২৮) ও ম্যানেজার হারুনার রশিদ (২৬)। ডিজে শাকিল রিশান ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস নামের দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি