বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাহাড়ি ঢলে হঠাৎ বেড়ে যাচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০২০


ডেস্ক রিপোর্টঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫১ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কাজিপুর পয়েন্টে বেড়েছে ২৩ সেন্টিমিটার। পানি বৃদ্ধির কারণে নদীতীরবর্তী অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যমুনায় পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, আজ বৃহস্পতিবার যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৪ মিটার। যা গতকাল বুধবার ছিল ১২ দশমিক ৫৬ মিটার। যা বিপৎসীমার ৫১ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯২ সেন্টি মিটার। যা বিপৎসীমার ৩৩ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) শাখার উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) এ কে এম রফিকুল ইসলাম বলেন, ‘যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বিপৎসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি