শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নুরের বিরুদ্ধে আইনানুযায়ী তদন্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী


নুরের বিরুদ্ধে আইনানুযায়ী তদন্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ মামলার তদন্ত করছে। আইন অনুযায়ী তাঁর (নুর) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন তার স্বাভাবিক গতিতেই চলবে। কেউই আইনের ঊর্ধ্বে নন। মামলার তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

এদিকে নুরসহ ছয়জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় পরস্পর যোগসাজশে অপহরণ করে ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং হেয়প্রতিপন্ন করে ডিজিটাল মাধ্যমে অপপ্রচার করার অভিযোগ আনা হয়। গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানায় মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী।

একই বাদী গত রোববার ডিএমপির লালবাগ থানায় একই আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা করেছিলেন।

এ মামলায় গতকাল সন্ধ্যায় নুরুল হক নুরকে আটক করে পুলিশ। আটকের পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে রাত পৌনে ১টার দিকে মুচলেকা নিয়ে তাঁকেসহ মোট সাতজনকে ছেড়ে দেয় গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল নুরকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হলে তাঁর হাঁপানির সমস্যা শুরু হয়। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফের তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ। ঠিক সে সময় তাঁর সহযোগীরা পুলিশের গতিরোধ করে বিক্ষোভ করে। ওই বিক্ষোভ থেকেও দু-তিনজনকে আটক করা হয়। পরে মোট সাতজনকে মুচলেকা নিয়ে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

গতকাল বিকেলেই নুরের বিরুদ্ধে লালবাগ থানায় করা মামলার এজাহার গ্রহণ করে আগামী ৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. নাজমুল হুদা ও আব্দুল্লাহ হিল বাকি।

তবে ভিপি নুরুল হক নুরের দাবি, ‘আমরা যেহেতু সরকারের বিভিন্ন ইস্যুতে কথা বলি, তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ মামলা করা হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি