বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ড্রাইভার-পিয়নদের সম্পদ দেশে, বড় কর্তাদের বিদেশে: মুখোশ উন্মোচন করবে কে?


ড্রাইভার-পিয়নদের সম্পদ দেশে, বড় কর্তাদের বিদেশে: মুখোশ উন্মোচন করবে কে?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০২০


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে এখন আলোচনার প্রধান বিষয় স্বাস্থ্যের ড্রাইভার মালেক, আর কর্মচারী আবজাল। মালেক-আবজালের দেশে বিত্ত বৈভব দেখে ঈর্ষা হতেই পারে আমাদের। ঢাকায় সাত বাড়ি মালেকের। আবজালের ১০টি। দেশে শতকোটি টাকার সম্পদ তাদের। মালেক-আবজালকে নিয়ে আলোচনায় ড্রাইভার-পিয়নদের সম্পদের রোমাঞ্চকর খবর পাওয়া যাচ্ছে। এজি অফিসের প্রায় সব পিয়নেরই বাড়ি আছে বলে জানালেন, এক বড় কর্তা। সরকারি অফিসের পিয়ন-চাপরাশি এমনকি লিফট ম্যানদের সম্পদের হিসেব কষলে, যে কেউ মুর্ছা যাবেন, বলেও জানিয়েছেন এক বড় কর্তা।

তিতাস গ্যাসের এক মিটার রিডারের গুলশানে ফ্লাট আছে। বিদ্যুতের কর্মচারিদের বাড়ি-ঘর খুঁজলেই পাওয়া যাবে, ঢাকা শহরে। মালেক হলো ‘টিপ অব দ্যা আইসবার্গ’। বরফ স্তুপের উপরের অংশ মাত্র।

তবে, আমার লেখার বিষয় এটি নয়। ড্রাইভার পিয়নদেরই যদি এই অবস্থা হয়, তাহলে বড় কর্তাদের কি হাল? বড় কর্তারা কি ধোঁয়া তুলশীর পাতা? মাথায় যদি পচন না ধরে, তাহলে নিচে কি এতো দুর্গন্ধময় পচন সম্ভব। ড্রাইভার যখন ঘুষের টাকা গাড়িতে ওঠান, বিদেশী মদ নিয়ে যান বসের বিনোদন আড্ডায়- তখন সে তো দূর্বিনীবাজ হবেই। আর বসও তাকে ঘাটাবে না। এটাই হলো সমঝোতার চুক্তি। এ কারণেই ড্রাইভার মালেক হয়ে যান মালেক সাহেব।

শুধু স্বাস্থ্যে নয়, একমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়া সর্বত্র একই চিত্র। কিন্তু প্রশ্ন হলো, মালেকদের সম্পদের তো তথ্য আমরা পেলাম, বড় কর্তাদের টাকার বস্তা গুলো কই? এই প্রশ্ন করতেই আমাকে প্রচন্ড ধমক দিলেন, এক অর্থনীতিবীদ। বললেন, বড় কর্তারা এই নোংরা, যানজটে হতশ্রী শহরে বাড়ি বানাবে, সম্পদ করবে, তুমি কি আহাম্মক! তাইতো, প্রতিবছর খবর বেরোয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, কার টাকা এগুলো? একটু খুঁজে দেখুন কানাডার বেগম পাড়ায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কিংবা লং আইল্যান্ডে কাদের বাড়ি।

আমরা কথায় কথায় রাজনীতিবিদদের চোর বলি, গালি দেই। কিন্তু আমরা কি একবার একটু খতিয়ে দেখেছি, বিদেশে কাদের সম্পদ বেশি। একটু অনুসন্ধান করলেই দেখবেন বিদেশে বাড়ি, সম্পদের প্রায় সিংহ ভাগই আমাদের বড় স্যারদের। চাকরিতে অবসর নিয়ে এরা টুক করে বিদেশে চলে যান। এখনই একটা জরিপ চালান, দেখবেন বড় কর্তাদের অনেকেই ঢাকা ব্যাচেলর জীবন যাপন করেন। তাদের সন্তান, স্ত্রীরা থাকেন দূরদেশে, নিরাপদে। এই নোংরা দেশে তারা থাকবেন কেন? এই দেশটা তো আসলে পিয়ন এবং ড্রাইভারদের। বড় কর্তাদের বিদেশে বাড়ি-ঘর কিভাবে হলো, সে প্রশ্ন বুকে সাহস নিয়ে কেউ করতে পারবেন? মালেক দুর্নীতিবাজ, কিন্তু মালেক যাদের ড্রাইভার ছিলো তারা লুটেরা। এই লুটেরাদের প্রতিহত না করলে উন্নয়নের সব স্বপ্ন বিবর্ণ হয়ে যাবে। মালেকদের পাশাপাশি তাদের ‘প্রভূ’ দের মুখোশ উন্মোচন করবে কে?

সূত্র: বাংলা ইনসাইডার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি