শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টিকটিকি তাড়ানোর সহজ উপায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঘরে কি টিকটিকির উপদ্রব বেড়েছে। বিষয়টি নিয়ে কী আপনি অস্বস্তিতে আছেন। চিন্তার কিছু নেই ঘরোয়া উপায়ে তাড়াতে পারেন টিকটিকি।

আসুন জেনে নেই টিকটিকি তাড়ানোর ঘরোয়া উপায়-

১. রসুনের কয়েকটি কোয়া জানালা বা ভেণ্টিলেটরের ভেতরে রাখুন। দেখবেন টিকটিকি আপনার বাসা থেকে দূরে রয়েছে। চাইলে রসুনপানিও ছিটাতে পারেন। এর জন্য পানির সঙ্গে খানিক রসুনের রস মিশিয়ে নিন।

২. ময়ূরের পালক টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। দেখবেন আপনার ঘরে আর টিকটিকি আসবে না।

৩. ঘরের যেখানে টিকটিকি থাকে, সেখানে নেপথালিন বল রেখে দিন। এটি আপনার ঘরকে টিকটিকি থেকে দূরে রাখবে। শুধু টিকটিকি নয়, আরও নানা পোকা থেকে এটি রক্ষা করবে।

৪. টিকটিকি শীতল রক্তের প্রাণী। টিকটিকি দেখলেই বরফপানি স্প্রে করে দিন। দেখবেন টিকটিকি ঠাণ্ডায় জমে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি