শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রূপচর্চায় গোলাপজলের অজানা উপকারিতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বকে চেপে চেপে লাগান। শুকিয়ে নিন প্রাকৃতিকভাবে।

ত্বককে শুষ্ক ও রুক্ষ হওয়ার হাত থেকে বাঁচায় গোলাপজল।
ক্লান্ত চোখের যত্নে গোলাপজলে তুলা ভিজিয়ে চোখের উপর রেখে দিন। চোখের ফোলা ভাবও কমে যাবে।
সমপরিমাণ গোলাপজল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ব্রণ দূর হবে।
স্প্রে বোতলে গোলাপজল নিয়ে দিনে কয়েকবার স্প্রে করুন ত্বকে। বলিরেখাহীন সুন্দর ত্বক পাবেন নিয়মিত ব্যবহারে।
শ্যাম্পু শেষে গোলাপজল দিয়ে চুল ধুয়ে নিন। চুল হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে গোলাপজল।
মুলতানি মাটির সঙ্গে পরিমান মতো গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের ভেতর থেকে ময়লা দূর করবে এই প্যাক।
চুলে গোলাপজল স্প্রে করে আঁচড়ে নিন। লেপ্টে থাকা চুল হবে ঝলমলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি