মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ থেকে চালু বাংলাদেশ-ভারত বিমান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

নভেল করোনাভাইরাসজনিত মহামারির কারণে সাত মাস বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে আজ বুধবার থেকে। দুই দেশের মধ্যে আজ ‘এয়ার বাবল ফ্লাইট’ চালু হয়েছে। সপ্তাহে ৫৬টি এয়ার বাবল ফ্লাইট চলাচল করবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার ( ২৮ অক্টোবর) বাবল ফ্লাইটের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ইউএস-বাংলা এয়ারলাইনস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান ও ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী দিনে ইউএস-বাংলা এয়ারলাইনস প্রথম বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু করেছে। ঢাকা থেকে চেন্নাই রুটে এখন থেকে নিয়মিত ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইনস।

এর আগে বেবিচক জানায়, বাংলাদেশ থেকে ভারতের তিনটি গন্তব্য—কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ে ফ্লাইট চলবে। প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে যাবে ২৮টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কলকাতা ও দিল্লিতে; ইউএস-বাংলা চেন্নাই ও কলকাতায় এবং নভোএয়ার কলকাতায় ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে, ভারত থেকে ঢাকায় আসবে সপ্তাহে ২৮টি ফ্লাইট। ভারতের এয়ার ইন্ডিয়া, ইনডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার—এসব ফ্লাইট পরিচালনা করবে।

বৈশ্বিক মহামারির নভেল করোনাভাইরাসের বিস্তারের কারণে গত মার্চ মাসে দুদেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সাত মাসের বেশি সময়ের পর এ ফ্লাইট চালু হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি